কমলাপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত

Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার : ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর স্টেশন এলাকাতেই লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, একতা এক্সপ্রেস স্টেশন ছাড়ার পরপরই লাইনচ্যুত হয়। এখনও কাজ চলছে। অন্য ট্রেন চলাচল ২০ থেকে ২৫ মিনিট বন্ধ ছিল। তবে ঘোষণা করা হয়েছে, ট্রেন চলাচল শিগগির শুরু হবে।

এ ঘটনায় কিশোরগঞ্জ এক্সপ্রেস এবং তারাকান্দাগামী অগ্নিবীণা এক্সপ্রেস বিলম্বে ছাড়বে বলে ঘোষণা করা হয়েছে৷