স্টাফ রিপোর্টার : বিএনপি জামায়াতের ডাকা চলমান হরতাল অবরোধে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে চলেছে। ফায়ার সার্ভিস বলছে ২৪ ঘণ্টায় চারটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
এছাড়া ২৮ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তদের দেওয়া ২৮৯টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।
রোববার (২৪ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৪ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তদের দেওয়া ৪টি অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে ৩টি ও কুমিল্লায় ১টি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট ও ৪০ জন জনবল কাজ করে।
এছাড়া ২৮ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তদের দেওয়া ২৮৯টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ২৮৫টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে রয়েছে-বাস ১৮০টি, ট্রাক ৪৫টি, কাভার্ডভ্যান ২৩টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য গাড়ি ২৯টি।