হঠাৎ ভারত সফরে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

Print Friendly, PDF & Email

অনলাইন রিপোর্টার : হঠাৎ ভারত সফরে গেলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিমানবন্দর থেকে ভারতের মুম্বাইয়ের উদ্দেশে রওয়ানা হন তিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানিয়েছে, ভিসতারা এয়ারের ইউকে-১৮৪ ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন মার্কিন দূত। কূটনৈতিক প্রটোকল অনুযায়ী, কোনো রাষ্ট্রদূত কার্যরত দেশের বাইরে গেলে স্বাগতিক দেশকে জানিয়ে যান।

তবে পিটার হাস বাংলাদেশ সরকারকে জানিয়ে গেছেন কি না, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর আগে ১৬ নভেম্বরের শ্রীলঙ্কা সফরে যান পিটার হাস। পরে ২৭ নভেম্বর শ্রীলঙ্কান এয়ারলাইন্সযোগে বাংলাদেশে ফেরেন মার্কিন এ রাষ্ট্রদূত।