অগ্রিম বুকিংয়েই ৪৮ কোটি আয় করল প্রভাসের ‘সালার’

Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক : শুক্রবার মুক্তি পেয়েছে ‘সালার: পার্ট ১ – সিজফায়ার’। বক্স অফিস সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, প্রথম দিনের ১৬ হাজার ৫৯৩ শোয়ের প্রায় ১৭ লক্ষ টিকিট বিক্রি হয় অগ্রিম বুকিংয়েই।

সালার: পার্ট ওয়ান-এর ১৬, ৫৯৩টি শো-র জন্য ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে ২২ লাখেরও বেশি টিকিট। এর মধ্যে তেলুগু থেকেই আয় হয়েছে ৩৮.২৫ কোটি। আর হিন্দি শো-ের জন্য সালার ঘরে তুলেছে ৫.৬২ কোটি। তামিল শো থেকে আয় ২ কোটির কাছাকাছি। সালার-এ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রভাস এবং পৃথ্বীরাজ সুকুমারণ, শ্রুতি হাসান, টিনু আনন্দ, শ্রিয়া রেড্ডি। কেজিএফ নির্মাতা প্রশান্ত নীল ছিলেন ছবিটি পরিচালনার দায়িত্বে। তিনটি পার্টে আসবে সালার।

গত কয়েকদিন ধরেই সালার আর ডাঙ্কি নিয়ে বিতর্ক মাথাচাড়া দিয়েছিল সব জায়গায়। প্রভাসের সিনেমার নির্মাতাদের তরফে দাবি করা হচ্ছিল, কাঙ্খিত শো পায়নি তাঁদের সিনেমা, শাহরুখ খানের ডাঙ্কির জন্য। Hombale Films-এর একজন মুখপাত্র জানিয়েছেন যে, PVR INOX এবং Miraj Cinemas-এর পক্ষ থেকে সালার এবং ডাঙ্কি উভয়কেই সমান শো দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও, তা রাখা হয়নি।

‘বাহুবলী’র পর থেকে সাফল্যের মুখ দেখেননি প্রভাস। ডাহা ফেল করে ‘আদিপুরুষ’। তবে আশা রাখা যায়, সে খরা কাটাবে সালার। দেবার ভূমিকায় অভিনয় করেছেন প্রভাস ছবিতে। আর তার বন্ধু বরদারাজার চরিত্রে সুকুমারণ। জগপতি বাবু হয়েছে রাজামান্নার। যে খানসারে-র বিশাল সাম্রাজ্যের রাজা। উত্তরসূরি হিসেবে ছেলে বরদারাজাকে বেছে নেয় সে। কিন্তু মুকুট জয়ের পথে আসে ষড়যন্ত্রের কাঁটা। আর তখনই রক্তগঙ্গা বইয়ে দেয় দেবা।