৩০০ আসনের প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন

Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক : আগামী ৭ জানুয়ারি দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে অংশ নিচ্ছে নিবন্ধিত ২৭টি রাজনৈতিক দল। এসব রাজনৈতিক দলের প্রার্থী এক হাজার ৫১৩ জন। এর বাহিরে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৩৮২ জন। সব মিলিয়ে এবার সারাদেশের ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ৮৯৫ জন। ইতোমধ্যে এসব প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। নামের বর্ণমালা ক্রমানুসারে ব্যালট পেপার ছাপানোও শুরু হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ইসির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ইসি সূত্র জানায়, এবার নিবন্ধিত ২৭টি রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। দলটি ২৬৫ প্রার্থী দিয়েছে। ২৬৩ জন নিয়ে দ্বিতীয় স্থানে আওয়ামী লীগ।

এ ছাড়া তৃণমূল বিএনপি ১৩৩ জন, ন্যাশনাল পিপলস পার্টি ১২২ জন, বাংলাদেশ কংগ্রেস ৯৫ জন, বাংলাদেশ সুপ্রিম পার্টি ৭৯ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ৬৪ জন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ৬৩ জন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন ৫৪ জন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ ৪৫ জন, ইসলামী ঐক্যজোটের ৪২ জন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ৩৯ জন, বাংলাদেশ তরিকত ফেডারেশন ৩৮ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৩৭ জন, কৃষক শ্রমিক জনতা লীগ ২৯ জন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্ট ২৬ জন, গণফ্রন্ট ২১ জন, জাকের পার্টি ২১ জন, বাংলাদেশ কল্যাণ পার্টি ১৬ জন, জাতীয় পার্টি (জেপি) ১৩ জন, বাংলাদেশ খেলাফত আন্দোলন ১১ জন, বিকল্প ধারা বাংলাদেশ ১০ জন, গণফোরাম ৯ জন, বাংলাদেশ জাতীয় পার্টি ৫ জন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ৫ জন, বাংলাদেশ মুসলিম লীগ ৪ জন এবং বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল) এর ৪ জন প্রার্থী ভোটে লড়াইয়ে রয়েছেন।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, প্রতীক বরাদ্দের পরপরই ৩০০ আসনের প্রার্থীর তালিকা আমরা প্রতীকসহ পেয়ে গেছি। এখন তিনটি সরকারি প্রেসে ব্যালট পেপার ছাপানো শুরু হয়েছে। ২৫ ডিসেম্বরের পর ব্যালট পেপার পর্যায়ক্রমে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হবে।