অনলাইন ডেস্ক : নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে কাঠ কাটতে গিয়ে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। নিহত হলেন উখিয়ার কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের সি-২৮ ব্লকের বাসিন্দা মৃত সোবাহানের ছেলে আব্দুর রহমান (৪৫)। ১৯ ডিসেম্বর (মঙ্গলবার) বিকালে ঘুমধুম ইউনিয়নের কচুবনিয়া এলাকায় গহীন বনে এ ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী গুল বাহার (৪২) বলেন,আমার স্বামী প্রতিদিনের ন্যায় দুপুরে ঘুমধুমের কচুবনিয়া এলাকায় কাঠ কাটতে যান, সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় খোঁজ নিয়ে জানতে পারি কাঠ নিয়ে বাড়ি ফেরার পথে স্বামীর মৃত্যু হয়েছে। কাঠুরিয়া আব্দুর রহমানের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশের সুরতহাল সংগ্রহ করেন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল।
ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূইয়া জানান, লাশের সুরতহাল সংগ্রহ পূর্বক অপ-মৃত্যু মামলা রুজু করে লাশ সনাক্ত পূর্বক স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।