সাতক্ষীরায় বায়ু ও নোয়াখালীতে হবে সৌর বিদ্যুৎকেন্দ্র

Print Friendly, PDF & Email

সাতক্ষীরা জেলায় বায়ু বিদ্যুৎ কেন্দ্র এবং নোয়াখালী জেলায় সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন দিয়েছে সরকার।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) মাধ্যমে বাস্তবায়ন করা ওই বিদ্যুৎকেন্দ্র স্থাপনে মোট খরচ হবে ৬ হাজার ৪৪ কোটি ২০ লাখ টাকা।

আজ (বুধবার) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি বলেন, বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কর্তৃক সাতক্ষীরা জেলায় ১০০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন দেওয়া হয়েছে। ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করা হলে ২০ বছর মেয়াদে সাসটেইনেবল এনার্জি ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানিকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১৩.৫২৫ টাকা হিসেবে আনুমানিক ৫ হাজার ৬৮৭ কোটি ৮ লাখ টাকা পরিশোধ করতে হবে।

বিদ্যুৎ মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের প্রেক্ষিতে বিদ্যুৎ বিভাগের নোয়াখালী জেলার সদর উপজেলায় ১০ মেগাওয়াট (এসি) সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন দেওয়া হয়েছে। ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করা হলে ২০ বছর মেয়াদে কনসোর্টিয়াম অব ইনফ্রাকো এশিয়া ডেভেলপমেন্ট পিটিই লিমিটেড, গ্রীনসেলস জিএমবিএইচ এবং গ্লোবাল গ্রীনজেন লিমিটেড কোম্পানিকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১১.০১৭ টাকা হিসেবে আনুমানিক ৩৫৭ কোটি ১২ লাখ টাকা পরিশোধ করতে হবে।