পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ইটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় মনজেনা বেগম (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের তিস্তারহাট এলাকায় ভাউলাগঞ্জ-দেবীগঞ্জ সড়কে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত মনজেনা বেগমের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের দহলা খাগড়াবাড়ি হাজী পাড়া এলাকায়। তিনি ওই এলাকার শেখ ফরিদের স্ত্রী। তার এক ছেলে-মেয়ে রয়েছ।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মনজেনা বেগমের স্বামী শেখ ফরিদ জেলার তেতুঁলিয়া উপজেলার বাংলাবান্ধায় নির্মাণ শ্রমিকের কাজ করেন। মঙ্গলবার বিকেলে স্বামীর পাঠানো টাকা তুলতে ছেলে মুন্নাকে নিয়ে হেঁটে দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের তিস্তারহাটে আসেন মনজেনা। পরে টাকা তুলে ছেলে মুন্নাকে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এসময় ভাউলাগঞ্জগামী একটি ইটবোঝাই ট্রাক্টর সড়কে মোড় নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মনজেলাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল করে। এদিকে ঘটনার পরপরই ট্রাক্টর রেখে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম ট্রাক্টরের ধাক্কায় এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে। আর মরদেহ আইনী প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে।