পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার : ভারত থেকে আমদানি বন্ধের বার্তা পাওয়ার পর দেশে অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্য পেঁয়াজের বাজার। রাতারাতি অস্বাভাবিক দাম বাড়িয়ে দিচ্ছেন বিক্রেতারা। পেঁয়াজের বাজারে এই নৈরাজ্য ঠেকাতে সংশ্লিষ্টদের নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১১ ডিসেম্বর) মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। বিকেলে সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। মন্ত্রিপরিষদ সচিব জানান, যারা পেঁয়াজের অযৌক্তিক দাম নির্ধারণ করছে তাদের ব্যাপারে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রশাসনকে তাদের ব্যাপারে কঠোর হতে বলেছেন এবং আইনের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন।

গত ৮ ডিসেম্বর পেঁয়াজ রফতানি আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধের আদেশ জারি করে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি)। খবরটি ছড়িয়ে পড়লে শুক্রবার রাতেই দেশি পেঁয়াজের দাম কেজিতে ৫০ থেকে ৬০ টাকা বেড়ে যায়। পরে শনিবার সকাল দফায় দফায় বাড়তে থাকে নিত্যপণ্যটির দাম।

এ ছাড়া মন্ত্রিসভার বৈঠকে দেশের বিভিন্ন সমুদ্রবন্দরে জেটি নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এজন্য সম্ভাব্যতা যাচাইয়ের জন্যও নির্দেশ দেন সরকারপ্রধান। মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে ‘সামুদ্রিক পর্যটন নীতিমালা-২০২৩’ এর খসড়ার অনুমোদন দেয়া হয়েছে।