৯ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার : পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার নয় ঘণ্টা পর রোববার সকাল নয়টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ঘন কুয়াশার কারণে শনিবার (৯ ডিসেম্বর) রাত ১২টার দিকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে মাঝ নদীতে আটকা পড়েছিল ছোট-বড় চারটি ফেরি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শাহনেওয়াজ জানান, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে সন্ধ্যার পর থেকে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ১২টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করে। সকালে কুয়াশার মাত্রা কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় শত শত যানবাহন আটকে থাকে। এতে যাত্রী ও পরিবহন শ্রমিকরা চরম দুর্ভোগে পড়েন। ফেরি চলাচল শুরুর পর আস্তে আস্তে গাড়িগুলো নদী পাড়ি দিচ্ছে।