নিউজ ডেস্ক : ঘানায় জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) এ বৈঠক শুরু হতে যাচ্ছে। ঘানা সফরে পররাষ্ট্রমন্ত্রী কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক ও বিভিন্ন সাইড-ইভেন্টে অংশগ্রহণ করবেন।
জানা গেছে, প্রায় ৮৫টি দেশের মন্ত্রী ও প্রতিনিধিরা এবারের বৈঠকে অংশ নিচ্ছেন। প্রথমবারের মতো আফ্রিকা মহাদেশে দুই দিনব্যাপী (৫-৬ ডিসেম্বর) শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতিসংঘ এবং ঘানা যৌথভাবে এ বৈঠকের আয়োজন করেছে।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদল শান্তিরক্ষীদের সুরক্ষা ও নিরাপত্তা, নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় কৌশলগত যোগাযোগের ওপর গুরুত্বারোপ, শান্তিরক্ষীদের মানসিক সুস্বাস্থ্য, শান্তিরক্ষা কার্যক্রমে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।