শোকজ করায় আনন্দিত শামীম ওসমান

Print Friendly, PDF & Email

নারায়ণগঞ্জ প্রতিনিধি : দ্বাদশ সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় শোকজ করা হয় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। এ ঘটনায় তিনি আনন্দিত হয়েছেন বলে জানিয়েছেন।

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতে স্বশরীরে জবাব দিতে এসে তিনি এ কথা জানান।

শামীম ওসমান বলেন, নির্বাচন কমিশন প্রমাণ করেছেন শেখ হাসিনার অধীনে তারা একটি স্বাধীন কমিশন। যেখান নির্বাচন কমিশনকে নিয়ে অনেকেই প্রশ্নবিদ্ধ করেছেন সেখানে একটি পত্রিকায় রিপোর্টের কারণে প্রার্থীকে তলব করা হয়।

তিনি আরও বলেন, এখানে কোনো প্রার্থী অভিযোগ করে নাই। সে হিসেবে আমাকে দুঃখ পাওয়ার কথা। আমি দুঃখ না পেয়ে আমি আনন্দিত হয়েছি। নির্বাচন কমিশন প্রমাণ করেছেন তারা যথেষ্ট শক্তিশালী এবং তাদের দক্ষতা আছে বাংলাদেশে সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য।

এর আগে শনিবার (২ ডিসেম্বর) নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও যুগ্ম জেলা ও দায়রা জজ কাজী ইয়াসিন হাবীব নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করায় নোটিশ দেন। এতে রোববার (৩ ডিসেম্বর) আদালতে উপস্থিত হয়ে এর কারণ ব্যাখ্যা দিতে বলা হয়।