পার্বত্য শান্তিচুক্তির ২৬ বছর পূর্তিতে কাপ্তাই হ্রদে নৌকাবাইচ

Print Friendly, PDF & Email

রাঙ্গামাটি প্রতিনিধি : পার্বত্য শান্তিচুক্তির ২৬ বছর পূর্তি উপলক্ষ্যে রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি রিজিয়নের তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।

বড় নৌকাবাইচ নারী বিভাগে প্রথম হয়েছেন জুল্যরাণী ত্রিপুরা ও তার দল, দ্বিতীয় হয়েছেন আলো ত্রিপুরা ও তার দল এবং তৃতীয় স্থান অধিকার করেন সুবর্ণ ত্রিপুরা ও তার দল।

বড় নৌকাবাইচ পুরুষ বিভাগে রতন ত্রিপুরা ও তার প্রথম স্থান, একান্ত ত্রিপুরা ও তার দল দ্বিতীয় স্থান এবং চিরমণি ত্রিপুরা তার দল তৃতীয় স্থান অধিকার করেন। বিজয়ীদের মধ্যে অতিথিরা নগদ টাকা ও পুরস্কার দেন।

এ সময় রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) রাঙামাটি অঞ্চলের অধিনায়ক কর্নেল মো. আনোয়ারুল ইসলাম, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ খান এবং রাঙামাটি রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন উপস্থিত ছিলেন।