হরতালের সমর্থনে জুরাইনে ঝটিকা মিছিল

Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার : বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে সারাদেশে চলছে সকাল-সন্ধ্যা হরতাল। দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের তফসিল বাতিল ও সরকার পতনের একদফা দাবিতে গত সোমবার হরতালের ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) হরতালের সমর্থনে জুরাইনে ঝটিকা মিছিল করেছে শ্যামপুর-কদমতলী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি জুরাইন রেল গেট থেকে শুরু হয়ে দোলাইপাড় মোড়, মীর হাজীরবাগ হয়ে দয়াগঞ্জ মোড়ে এসে শেষ হয়।

ঢাকা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক, শ্যামপুর-কদমতলী থানার প্রধান সমন্বয়ক আনম সাইফুল ইসলামের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন শ্যামপুর থানা বিএনপির নেতা মো. সানাউল্লাহ সানু, ৫১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ আহমেদ টিপু, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শুভ শিকদার, সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজ মুন্সী স্বপন, ৫১ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মমিন মিয়া, সাবেক সদস্য পলাশ আকন, কদমতলী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মতিউর রহমান দিলু, যুগ্ম আহ্বায়ক রাজন মিয়া, রাকিবুল্লা রাকিব, ৬১ নং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিজাম হাওলাদার, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌসিফ আহমেদ ইমরান, কদমতলী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুবেন রাশিন, দনিয়া কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শুভ, আলিয়া মাদ্রাসা ছাত্রদলের নেতা শামীম আহমেদসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।