স্টাফ রিপোর্টার : তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেছেন, নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে কঠিন জাতীয় সংকট সৃষ্টি হবে, সেই সংকটের ভিক্টিম হবেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ঢাকা-৫ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী আবু হানিফ হৃদয়ের সঙ্গে মনোনয়নপত্র দাখিল করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিটমেন্টের উপর ভিত্তি করে তৃণমূল বিএনপি নির্বাচনে যাচ্ছে উল্লেখ করে তৈমুর আলম বলেন, প্রধানমন্ত্রী জাতীর কাছে কমিটমেন্ট করেছেন আগামী নির্বাচন সুষ্ঠু, প্রতিযোগিতামূলক, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হবে। আমরা গতকালই দেখেছি বড় বড় শোডাউন করে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।
রূপগঞ্জের সরকারি দলের প্রার্থী অস্ত্র প্রদর্শন করে নমিনেশনপত্র জমা দিয়েছে। তার পেপারকাটিং আমি প্রধানমন্ত্রীর কাছে পাঠাব। সরকার প্রধান যে কমিটমেন্ট দিয়েছেন সেই কমিটমেন্টের উপর ভিত্তি করে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। আশা করি তিনি তার কমিটমেন্ট রক্ষা করতে সক্ষম হবেন।