স্পোর্টস ডেস্ক : ৪৪ রানে পিছিয়ে থেকে আজ তৃতীয় দিনের খেলা শুরু করেছিল নিউজিল্যান্ড। ৮ উইকেটে ২৬৬ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করা দুই ব্যাটার কাইল জেমিসন এবং টিম সাউদি আজ ব্যাট হাতে মাঠে নামেন দলকে লিড এনে দেয়ার লক্ষ্যে। সে লক্ষ্যে তারা সফলও হয়েছেন। আজ দিনের শুরুতেই লিড পায় সফরকারীরা।
তবে ব্যবধান খুব বেশি বাড়াতে পারেননি তারা। মমিনুল হকের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে জেমিসন ফেরার পর সাউদিও ফিরেছেন দ্রুতই। ফলে স্বাগতিকদের চেয়ে ৭ রানে এগিয়ে থেকে প্রথম ইনিংস শেষ করেতে পেরেছে তারা।
গতকাল দ্বিতীয় দিনের শেষ দিকে তাইজুল ইসলামের বলে ক্যাচ তুলে দিয়ে ইশ সোধি সাজঘরে ফেরার পর ক্রিজে আসেন নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি। কেইল জেমিসনের সাথে জুটি গড়ে আর কোনো উইকেট না হারিয়েই শেষ করেন দ্বিতীয় দিনের খেলা।
আজ বাংলাদেশের সামনে সুযোগ ছিল দ্রুত দুই উইকেট তুলে নিয়ে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করার। তবে সাউদি আর জেমিসনের প্রতিরোধে তা সম্ভব হয়নি। কিউই এ দুই টেল এন্ডার ব্যাটার মিলে নবম উইকেট জুটিতে স্কোরবোর্ডে তুলেছেন ৫২ রান। তাদের এই জুটিতেই লিডের দেখা পেয়েছে সফরকারীরা।
তবে লিড পাওয়ার পরই মমিনুলের বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে সাজঘরে ফিরেন জেমিসন। একই ওভারে সাউদিকেই ফিরিয়েছেন টাইগারদের সাদা পোশাকের সাবেক এই কাপ্তান। ফলে প্রথম ইনিংস শেষে রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম এবং ৩টি উইকেট নিয়েছেন মমিনুল।