সুস্থ হয়ে বাসায় ফিরলেন তানজিন তিশা

Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক : সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন অভিনেত্রী তানজিন তিশা। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা রওনক হাসান।

তিনি জানান, বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাতে রাজারবাগে নিজ বাসা থেকে অসুস্থ অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) ও পরে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তাকে।

রওনক হাসান বলেন, তিনি (তানজিন তিশা) এখন সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। আপনাদের সবার আবেগ, উৎকণ্ঠ ও প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ।