নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ একজনকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ২টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ২০ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়।
আটককৃত হলো রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ডাকবাংলা গ্রামের জোবায়ের (৪০)। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত সাড়ে আটটার সময় উখিয়ার রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া আর্দশ গ্রামে এ অভিযান চালানো হয়।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়। ধৃত আসামিকে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়।