আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন দাবি করেছেন, ছয় থেকে সাতটি মুসলিম দেশ তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে। সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও বলেছেন, তার দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের দিকে ধীরে ধীরে এগোচ্ছে। এবার এ নিয়ে কথা বলেছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি। খবর দ্য নিউজের।
জলিল বলেছেন, ফিলিস্তিন ও পাকিস্তানের জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে পাকিস্তান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত নেবে। এর আগে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, ইতিমধ্যে তিনি বেশ কয়েকটি মুসলিম নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। যদিও এসব দেশ এখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। ক্যান নিউজের বরাতে এসব তথ্য জানানো হয়েছে।
কোহেন দাবি করেছেন, সৌদিসহ ছয় থেকে সাতটি মুসলিম দেশ শিগগিরই ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে। এসব এশিয়া ও আফ্রিকার মুসলিম দেশ। তবে তিনি ঠিক কবে নাগাদ দেশগুলো স্বীকৃতি দিতে পারে তা নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি।
ইসরায়েলের সঙ্গে মুসলিম দেশগুলোর সম্পর্ক স্থাপনে কাজ করছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চাচ্ছেন নির্বাচনের আগে ইসরায়েলের সমর্থনের পাশাপাশি মুসলিমরাও তাকে সমর্থন করুক। এতে করে তার দলও সুবিধা পাবে।