বিয়ে নয়, প্রেমে আগ্রহী চীনা তরুণ-তরুণীরা

Print Friendly, PDF & Email

আন্তর্জাতিক ডেস্ক : গত কয়েক বছর ধরেই চীনের জনসংখ্যা ব্যাপক হারে কমছে। ফলে একসময়ের বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটি বর্তমানে শীর্ষ জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে নেমে গেছে। জনসংখ্যা কমা ঠেকাতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও কাজে আসছে না। এমন পরিস্থিতির মধ্যে জানা গেল চীনা তরুণ-তরুণীদের বিয়ের প্রতি আগ্রহ ক্রমেই কমছে। তবে বিয়ে প্রতি আগ্রহ কমলেও প্রেমে আগ্রহ বাড়ছে তাদের।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) এক বিশেষ প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর (এনবিএস) তথ্য অনুযায়ী, গত বছরের শেষে চীনের জনসংখ্যা ১৪১ কোটি ১৭ লাখ ৫০ হাজারে নেমেছে। এই সংখ্যা ২০২১ সালের চেয়ে সাড়ে আট লাখ কম।

করোনো মহামারির পর সমগ্র বিশ্বেই অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। চীনও এর ব্যতিক্রম নয়। এর সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক সমাজব্যবস্থা, জীবনযাত্রার ব্যয়। এসব কারণে বিয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে চীনা তরুণ-তরুণরা। ২০১৩ সালে চীনে ১ কোটি ৩৫ লাখ বিয়ে নিবন্ধন হলেও ২০২২ সালে মাত্র ৬৮ লাখ বিয়ে সম্পন্ন হয়।

২৬ বছর বয়সী তরুণ ও ল্যাবরেটরি টেকনিশিয়ান ইউ ঝাং চীনের সাংহাই শহরে বসবাস করেন। তিনি বলেন, ‘চীনে এখন বিয়ে করা মানে হলো এক প্রকার মরে যাওয়া।’ বিয়ে না করলেও ওই যুবক প্রেম করছেন। প্রেমিকার সঙ্গে বিয়ের বিষয়ে বেশ কয়েকবার আলোচনাও করেছেন তিনি। তবে শেষ পর্যন্ত কোনো সমাধান আসেনি।

ইউ ঝাংয়ের মতো একই কথা বলেছেন চীনের গুয়াংজু প্রদেশের তরুণী জেসিকা ফু। তিনি আলজাজিরাকে জানান, বিয়ে করতে তার বাবা-মা চাপ দিচ্ছেন। তবে সেই চাপ পাশ কাটিয়ে তিনি প্রেমে মন দিয়েছেন।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের চায়নিজ অ্যান্ড এশিয়া স্টাডিজের সিনিয়র লেকচারার প্যান ওয়াং জানান, বর্তমানে চীনা সমাজে ব্যক্তিগত পছন্দের বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে। এ জন্য বিয়ে নিয়ে তরুণ-তরুণদের মধ্যে ব্যাপক পরিবর্তন এসেছে।