চীন সফরে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ

Print Friendly, PDF & Email

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ প্রায় দুই দশকের মধ্যে প্রথমবারের মতো বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) চীন সফর শুরু করেছেন। সফর চলাকালে তিনি তার যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনে সহায়তার জন্য মিত্রদেশের কাছে আর্থিক সাহায্যের অনুরোধ জানাবেন।

পশ্চিমা দেশগুলোর দ্বারা একঘরে হয়ে পড়া নেতাদের মধ্যে সর্বশেষ নেতা হলেন আসাদ, যিনি চীন সফরে গেলেন। এ ক্ষেত্রে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পাশাপাশি রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা রয়েছেন, যারা সবাই এ বছর চীন সফর করছেন।