স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে শুরুটা দুর্দান্ত হলো বার্সেলোনার। অ্যান্টওয়ার্পকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে জাভির শিষ্যরা। জোড়া গোল করেছেন হোয়াও ফেলিক্স। রবার্ট লেভান্ডভস্কি ও গাভি একটি করে গোল করেন। অন্য গোলটি এসেছে আত্মঘাতি থেকে।
নিজেদের মাঠে ম্যাচের মাত্র ১১তম মিনিট এগিয়ে যায় বার্সা। লেভান্ডভস্কির সঙ্গে বল দেওয়া নেওয়া করে ফেলিক্সের উদ্দেশে বাড়ান ইলকাই গুন্দোয়ান। সেই বলকে দারুণ ফিনিশিংয়ে জালের পথ দেখান ফেলিক্স। ১৯তম মিনিটে গোল করেন লেভা। এই গোলেও ছিল ফেলিক্সের অবদান। ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের বাড়ানো থ্রো বল ধরে ফেলিক্স বাড়ান লেভার উদ্দেশে। ওয়ান টাচ ফিনিশিংয়ে বাকি কাজটা সহজে সেরে ব্যবধান ২-০ করেন পোলিশ স্ট্রাইকার।
খেলার ২২তম মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে সেই ব্যবধান ৩-০ করে ম্যাচ থেকে একরকম ছিটকে যায় অ্যান্টওয়ার্প। এরপর প্রথমার্ধের বাকি সময়েও ছিল বার্সার দাপট। বিরতির পর ৫৪ মিনিটে ব্যবধান ৪-০ করেন গাভি।
লেভার অ্যাসিস্ট থেকে গোলটি করেন এই স্প্যানিয়ার্ড। আক্রমণের ধারা অব্যাহত রেখে ৬৬ মিনিটে দ্বিতীয় ও দলের ৫ম গোলটি আদায় করে নেন ফেলিক্স। রাফিনিয়ার ক্রস থেকে দারুণ হেডে বল জালে জড়ান এই পর্তুগিজ তারকা।