ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের ‘যমুনা ব্লক’থেকে পড়ে কাজী ফিরোজ নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন ।
কাজী ফিরোজ বিশ্ববিদ্যালয়ের চাইনিজ ল্যাংগুয়েজ অ্যান্ড কালচার বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়। তিনি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
বিজয় একাত্তর হলের এক শিক্ষার্থী বলেন, ‘কোনো কিছু পড়ার শব্দ শুনে বাইরে বের হয়ে আসি। এসে দেখি, যমুনা ব্লকের সামনে দিয়ে একজনকে ধরে হাসপাতালে নিয়ে যাচ্ছে। তবে কী কারণে ওই শিক্ষার্থী ভবন থেকে পড়ে গেছেন, সেটি জানা যায়নি।