স্টাফ রিপোর্টার : জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রোববার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টা ৫২ মিনিটে যুক্তরাষ্ট্রের জেএফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
যাওয়ার পথে লন্ডনে যাত্রা বিরতি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রবিবার রাত ৯টা ৫ মিনিটে (বাংলাদেশ সময়) লন্ডনে পৌঁছায়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ফ্লাইটটি ওই দিন সকাল ১০টার পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। সে সময় বিমানবন্দরে মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
এ সফরে ২২ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী ১৯ সেপ্টেম্বর জাতিসংঘ সদরদপ্তরের সাধারণ পরিষদ হলে ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনের উচ্চপর্যায়ের প্রথম দিনের বিতর্কে যোগ দেবেন। ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ১টা থেকে দুপুর ২টার মধ্যে ভাষণ দেবেন তিনি।
সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তার ভাষণে বাংলাদেশের অবিশ্বাস্য উন্নয়ন-অগ্রগতি, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক অগ্রগতি ও স্বাস্থ্য খাতে সাফল্যের পাশাপাশি বিশ্বশান্তি, নিরাপত্তা, নিরাপদ অভিবাসন, রোহিঙ্গা সংকট, জলবায়ু ও ন্যায়বিচারের মতো বিষয় তুলে ধরবেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের পাশাপাশি এই সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং সর্বজনীন স্বাস্থ্য ও অর্থসহ বেশ কয়েকটি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় ও সৌজন্যমূলক বৈঠকে অংশ নেবেন।
এরমধ্যে সোমবার নিউইয়র্কের রকফেলার সেন্টারে ইউএনআইডিও ও ডেলয়েট আয়োজিত ‘খাদ্যের জন্য চিন্তা– খাদ্য সরবরাহ চেইন উদ্ভাবনের জন্য এসডিজিকে ত্বরান্বিত করার জন্য সহযোগিতা’ শীর্ষক একটি উচ্চপর্যায়ের সম্মেলনে প্রধানমন্ত্রী মূল বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রী আগামী ৪ অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি:
কর্মসূচি-১
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল মি. টেড্রস অ্যাধানম গ্যাব্রিয়াসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। নিউইয়র্ক সময় বেলা ১২টা ১৫ মিনিট এবং ঢাকা সময় রাত ১০টা ১৫ মিনিটে জাতিসংঘ সদর দপ্তরের দ্বিপাক্ষিক বৈঠক কক্ষে এটি অনুষ্ঠিত হবে।
কর্মসূচি-২
UNIDO & DELOITTE আয়োজিত উচ্চস্তরের ‘Thought For Food Collaborating For Food Supply Chain Innovation to accelerate the SDG’s শীর্ষক সেমিনারে অংশগ্রহণ৷ নিউইয়র্কের রকফেলার সেন্টারে নিউইয়র্ক সময় বেলা ১২টা ৪৫ মিনিট এবং ঢাকা সময় রাত ১০টা ৪৫ মিনিটে এটি অনুষ্ঠিত হবে।
কর্মসূচি-৩
SDG Summit Leadres Dialogue-4 (Strengthening integrated policies and public institutions for achieving the SDG’s শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ। জাতিসংঘ সদর দফতরের ট্রাস্টিশিপ কাউন্সিল চেম্বারে নিউইয়র্ক সময় বিকেল ৪টা ৩০ মিনিট এবং ঢাকা সময় রাত ২টা ৩০ মিনিটে এটি অনুষ্ঠিত হবে।
কর্মসূচি-৪
জাতিসংঘে জার্মানির সদস্যপদ লাভের ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে জার্মানির চ্যান্সেলর আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ। জাতিসংঘ সদর দফতরের ডেলিগেটস ডাইনিং রুম অ্যান্ড টিরেইসে নিউইয়র্ক সময় সন্ধ্যা ৬টা এবং ঢাকা সময় ভোর ৪টায় এটি অনুষ্ঠিত হবে।