সয়াবিন তেলের দাম কমানোর ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

Print Friendly, PDF & Email

অর্থনৈতিক রিপোর্টার : সয়াবিন তেলের দাম কমানোর ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। প্রতি লিটার বোতলজাত এবং খোলা সয়াবিন তেলের দাম ৫ টাকা কমানো হবে। নতুন দর যথাক্রমে ১৬৯ টাকা এবং ১৫৯ টাকা নির্ধারণ করা হবে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই ঘোষণা দেন তিনি।

টিপু মুনশি জানান, এক থেকে দুই দিনের মধ্যেই সয়াবিনের নতুন দর কার্যকর হবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বিকেল থেকেই অভিযানে নামবে।