ভারতের বিহারে নৌকাডুবি, ১৮ শিশু নিখোঁজ

Print Friendly, PDF & Email

আন্তর্জাতিক ডেস্ক : বিহারের মুজাফফরপুর জেলায় নৌকাডুবির ঘটনায় ১৮ শিশু নিখোঁজ হয়েছে। বাগমতি নদীতে বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

এনডিটিভির খবরে বলা হয়, নৌকায় করে ৩৪ শিশু তাদের স্কুলে হচ্ছিল। ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের সন্ধানে পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) একটি দল তল্লাশি অভিযান শুরু করেছে।

রাকেশ কুমার নামে এক প্রত্যক্ষদর্শী জানান, অতিরিক্ত যাত্রীবোঝাইয়ের কারণে নৌকাটি ডুবে যায়।

দুর্ঘটনার পর পর জেলার জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুর্ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ক্ষতিগ্রস্থ শিশুদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।