কৃষি মার্কেটে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস

Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটের আগুন একটি মুদি দোকান থেকে সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তারা আরো জানান, ঝুঁকিপূর্ণ হলেও মার্কেটটিতে কোনো অগ্নিনির্বাপণের ব্যবস্থা ছিল না।

আগুন নিয়ন্ত্রণে আসার পর বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে প্রেস ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস এ তথ্য জানায়। ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস জানায়, মার্কেটে লাগা আগুন নাশকতা নাকি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে সকালে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশিদ বিন খালেদ বলেন, ‘রাত তিনটা ৫২ মিনিটে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে ১২টি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে পরে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়।’

১৭টি ইউনিটের সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের সদরদপ্তরে মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার।

এদিকে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, আগুন তিন শতাধিক দোকান পুড়ে গেছে। আগুন থেকে বাঁচাতে কর্মচারীদের দোকানের মালামাল সরিয়ে নিতে দেখা গেছে। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা দিতে সেনাবাহিনী ছাড়াও পুলিশ, বিজিবি ও র‍্যাব সদস্যরা যোগ দেয়। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।