মেসিকে ছাড়াই জিতল মায়ামি

Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি নেই তো কী হয়েছে, ইন্টার মায়ামি জিতেই চলেছে। তারকা এ ফরোয়ার্ড আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে গেছেন। তবে এর মধ্যেই মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফে জায়গা করে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হচ্ছে মায়ামিকে। সেখানেই স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে দলটি।

রোববার (১০ সেপ্টেম্বর) মায়ামির এই জয়ে জোড়া গোল করেন ইকুয়েডরের ফরোয়ার্ড লিওনার্দো কাম্পানা। অন্য গোলটি করেছেন আর্জেন্টাইন ফাকুন্দো ফারিয়াস। যদিও এ ম্যাচে শুধু মেসি নন, মায়ামির নিয়মিত খেলোয়াড়দের ৮ জন জাতীয় দলের হয়ে খেলতে চলে গেছেন।

তবে তুলনামূলক ‘দুর্বল’ দল নিয়ে খেলতে নামা মায়ামি নিজেদের মাঠে ম্যাচের ৯ মিনিটেই পিছিয়ে পড়ে। কিন্তু ২৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে মায়ামিকে সমতায় ফেরান কাম্পানা। প্রথমার্ধের শেষ বাঁশি বাজার ঠিক আগে দলকে ২-১ গোলে এগিয়ে দেন ইকুয়েডরিয়ান ফরোয়ার্ড।

বিরতির পর ৬০তম মিনিটে অসাধারণ এক গোলে স্কোরলাইন ৩-২ করেন আর্জেন্টিনার ২১ বছর বয়সী আক্রমণাত্মক মিডফিল্ডার ফাকুন্দো ফারিয়াস। ৭৮ মিনিটে একটি গোল ফেরত দেয় স্পোর্টিং কানসাস সিটি। শেষ পর্যন্ত ফারিয়াসের গোলটিই হয়ে যায় পার্থক্য গড়ে দেওয়া।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে ১২ ম্যাচে অপরাজিত রইল মায়ামি। এমএলএসের প্লে-অফ খেলা থেকে তারা এখন আর ৬ পয়েন্ট দূরে। মেসি যোগ দেওয়ার আগে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার তলানিতে থাকা মায়ামি আজকের জয়ের পর ২৬ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আছে ১৪তম স্থানে।