দিল্লি ছাড়লেন বাইডেন

Print Friendly, PDF & Email

আন্তর্জাতিক ডেস্ক : আজ রোববার (১০ সেপ্টেম্বর) দিল্লিতে জি-২০ সম্মেলনের শেষ দিন। এদিন সকালে দিল্লির রাজঘাটে ভারতবর্ষের স্বাধীনতা ও নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম নেতা মোহনদাস করমচাঁদ গান্ধীর (মহাত্মা গান্ধী) সমাধিতে বিভিন্ন নেতাদের সঙ্গে শ্রদ্ধা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর ভিয়েতনামের উদ্দেশে পাড়ি দিয়েছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো গত শুক্রবার ভারতে আসেন বাইডেন। সেইদিনেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এরপর শনিবার জি-২০ সম্মেলনে যোগ দেন। তবে সম্মেলনের শেষ দিনে যোগ না দিয়েই দিল্লি ছাড়লেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, মোদির সঙ্গে ৫০ মিনিটের বৈঠকে দুই নেতাই দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেছেন। সূত্র: এনডিটিভি