স্পোর্টস ডেস্ক : জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় ওয়ানডেতে ১২৩ রানের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে গেছে ২-০ তে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়াকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার ওয়ার্নার ও ট্রাভিস হেড। হেড টি-টোয়েন্টি মেজাজে ৩৬ বলে ৬৪ রান করেন। এরপর ক্রিজে আসা অধিনায়ক মিচেল মার্শ ফেরেন শূন্য রানে।
পরে তৃতীয় উইকেটে লাবুশেনকে সঙ্গে নিয়ে ১২৪ বলে ১৫১ রান যোগ করেন ওয়ার্নার। মাত্র ৮৫ বলে সেঞ্চুরির দেখা পান ওয়ার্নার। সব সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এটি ওয়ার্নারের ৪৬তম সেঞ্চুরি। ওপেনার হিসেবে যা সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড। এর আগে ওপেনার হিসেবে সর্বোচ্চ ৪৫ সেঞ্চুরি ছিল টেন্ডুলকারের।
প্রথম ম্যাচ জেতানো লাবুশেন দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পান মাত্র ৮০ বলে। এটি লাবুশেনের ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি। শেষদিকে জশ ইংলিসের ৩৭ বলে ৫০ রানে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ৩৯২ রান।
জবাবে ৪১.৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে দিক্ষণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ২৬৯ রান। আগের ম্যাচে সেঞ্চুরি করা বাভুমা করেছেন ৪৬ রান। এ ছাড়া হাইনরিখ ক্লাসেন ও ডেভিড মিলার দুজনেই করেছেন ৪৯ রান।