৯ সেপ্টেম্বর রাজধানীতে গণমিছিল করবে বিএনপি

Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার : একদফা দাবিতে শনিবার, ৯ সেপ্টেম্বর রাজধানীতে গণমিছিল করবে বিএনপি। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিএনপি’র নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথক দুটি গণমিছিল অনুষ্ঠিত হবে। বিএনপিসহ যুগপৎ আন্দোলনে সকল শরিকরা এই কর্মসূচি পালন করবে। এর আগে সর্বশেষ গত ১১ আগস্ট এক দফা আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে গণমিছিল করে বিএনপি। সেদিন দুপুর ৩টা থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে পৃথক দুটি গণমিছিল হয়।