স্পোর্টস ডেস্ক : আবারো সাকিব আল হাসানকে টপকে গেলেন টিম সাউদি। টাইগার অধিনায়কে পেছনে ফেলে কিউই পেসার বনে গেলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক। বুধবার (৩০ আগস্ট) ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ সিরিজের ১ম টি-টোয়েন্টিতে একটি উইকেট নেন নিউজিল্যান্ডের টিম সাউদি। এতেই সাকিবকে পেছনে ফেলেন কিউই পেসার। সমান ১৪০ উইকেট নিয়ে সিরিজের প্রথম ম্যাচ শুরু করেছিলেন সাউদি।
এখন ১৪১ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এককভাবে সর্বোচ্চ উইকেটের মালিক তিনি। সিরিজের আরো বাকি তিন ম্যাচে শীর্ষস্থানটা আরো মজবুত করার সুযোগ থাকবে সাউদির সামনে। এশিয়া কাপ এবং বিশ্বকাপ শেষে আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ। তার আগে সাউদিকে পেছনে ফেলে উইকেট সংগ্রহের শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ নেই সাকিবের।
১১১ ম্যাচে ২৩.২৯ গড়ে রান দিয়ে ১৪১টি উইকেট নিয়েছেন টিম সাউদি। ১৪০ উইকেট পেনে সাকিব আল হাসানের লেগেছে ১১৭ ম্যাচ। সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় তিনে থাকা আফগান স্পিনার রশিদ খান মাত্র ৮২ ম্যাচে নিয়েছেন ১৩০ উইকেট। টিম সাউদির রেকর্ডগড়া বোলিংয়ের দিন অবশ্য জয় পায়নি নিউজিল্যান্ড।
চেস্টার-লি-স্ট্রিটে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৩৯ রান তোলে কিউইরা। জবাবে ৩ উইকেটে ৩৬ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয় ইংল্যান্ড। টসে হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। কিউইদের ইনিংসে সর্বোচ্চ রান করেন গ্লেন ফিলিপস।
৩৮ বলে ৪ বাউন্ডারিতে ৪১ রান করেন তিনি। ওপেনার ফিন অ্যালেন ২১, ইশ সোধি ১৬, মার্ক চ্যাপম্যান ১১ এবং অ্যাডাম মিলনে ১০ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা। ৪ ওভারে ২৩ রানের খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন ইংলিশ পেসার ব্রাইডন কার্স। ৩ উইকেট পান লুক উডও। ৪ ওভারে ৩৭ রান দেন তিনি।
রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে দলীয় ৫ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। প্রথম ওভারের দ্বিতীয় বলেই জনি বেয়ারস্টোকে সাজঘরে ফিরিয়ে রেকর্ড গড়েন টিম সাউদি। মাঠ ছাড়ার আগে ২ বলে ৪ রান করেন বেয়ারস্টো। শুরুর ধাক্কা সামলে ৫৭ রানের জুটি গড়েন উইল জ্যাকস এবং ডেভিড মালান। ১২ বলে ২ চার ও ১ ছক্কায় ২২ রানে জ্যাকস ফিরলে ভাঙে এই পার্টনারশিপ।
৪২ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৪ রান করেন মালান। শেষে হ্যারি ব্রুক এবং লিয়াম লিভিংস্টোনের অপরাজিত ২৭ রানের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। ২৭ বলে ২ চার ও ৩ ছক্কায় ৪৩ রান করেন ব্রুক। ৪ বলে ১ ছক্কায় ১০ রান করেন লিভিংস্টোন।
টিম সাউদি ছাড়া নিউজিল্যান্ডের হয়ে একটি করে উইকেট পান লকি ফার্গুসন এবং ইশ সোধি। আগামীকাল টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।