বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে নাহিদ (২১) নামে এক শিক্ষার্থি নিহত হয়েছে। এতে আহত হয়েছে তুষার (২০) নামে অপর এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে শার্শা টু কাশিপুর সড়কের তেবাড়ীয়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত নাহিদ উপজেলার বেলতা গ্রামের গোলাম রব্বানির ছেলে ও আহত তুষার পাকশিয়া গ্রামের বিপুল মিয়ার ছেলে। তারা দুজন এইসএসসি পরিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে নাহিদ ও তুষার দুই বন্ধু বুধবার সকালে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য বাসা থেকে বের হয়। পথিমধ্যে শার্শা টু কাশিপুর সড়কের তেবাড়িয়া নামক স্থানে পৌছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তাকে মৃত ঘোষণা করেন সেখানকার কর্মরত চিকিৎসাক। অপরদিকে আহত তুষার বর্তমানে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।