গোল করতে পারেননি মেসি, জেতেনি দলও

Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি যোগ দেওয়ার পর রীতিমতো উড়তে থাকা ইন্টার মায়ামি থামল অবশেষে।  বৃহস্পতিবার (৩১ আগস্ট) মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ন্যাশভিলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে মেসির দল।

ঘরের মাঠ ডিআরভি পিঙ্ক স্টেডিয়ামে ন্যাশভিলের বিপক্ষে মাঠে নামে মায়ামি। শুরু থেকে নিজেদের আধিপত্য বজায় রেখে সহজাত আক্রমণ চালায় তারা। কিন্তু ন্যাশভিলের প্রতিরোধ ভাঙতে পারেনি। প্রথমার্ধে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও গোলবিহীন থেকেই বিরতিতে যেতে হয় মায়ামিকে।

বিরতি থেকে ফিরে নিজেদের আক্রমণ বজায় রাখে মায়ামি। পাসনির্ভর ফুটবলে একটু একটু করে ওপরে উঠলেও শেষ পর্যন্ত ন্যাশভিলের জালে বল পাঠাতে পারেননি মেসিরা। ম্যাচে ন্যাশভিলের গোলমুখে চারটি অন টার্গেট শট নিলেও শূন্য হাতেই মাঠ ছাড়তে হয়েছে মায়ামিকে।

মেসির ছোঁয়ায় হারতে ভুল যাওয়া মায়ামি লিগস কাপ, ইউএস ওপেন কাপে দুর্দান্ত করলেও মেজর লিগে তলানির দিকে তাদের অবস্থান। যেখানে ন্যাশভিল যথেষ্ট এগিয়ে আছে।

এর আগে গত ২৭ আগস্ট রেড বুলস অ্যারেনাতে নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে এমএলএসে অভিষেক ঘটে মেসির। রেড বুলসকে ২-০ গোলে হারানো ম্যাচে একটি গোল করেছিলেন আর্জেন্টাইন এই তারকা।

এদিকে মেসি আসার পর থেকে বদলে গেছে মায়ামি। জুলাইয়ে তিনি আসার পর তার জাদুতে ৯ ম্যাচের সবগুলো জেতে ফ্লোরিডা ক্লাব, এই সময়ে ১২ গোল করেন মেসি। প্রতি ম্যাচেই জাল কাঁপান তিনি। মেসি গোল করতে পারেননি, জেতেনি তার দলও। আগামী রবিবার লস অ্যাঞ্জেলসের মাঠে পরের ম্যাচ খেলবে মায়ামি।