গ্যাবনে সরকার উৎখাতের ঘোষণা সশস্ত্র বাহিনীর

Print Friendly, PDF & Email

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আফ্রিকার দেশ গ্যাবনের ক্ষমতা দখল করেছে দেশটির সামরিক বাহিনী। সশস্ত্র বাহিনীর একদল জ্যেষ্ঠ কর্মকর্তা দেশটির জাতীয় টেলিভিশন গ্যাবন২৪-এ উপস্থিত হয়ে বলেছেন, চলতি সপ্তাহে হওয়া নির্বাচন বিশ্বাসযোগ্য না হওয়ায় তারা ক্ষমতা দখল করেছেন।

তারা বলেন, ‘গ্যাবোনিজ জনগণের নামে… আমরা বর্তমান শাসনের অবসান ঘটিয়ে শান্তি রক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি।’ সামরিক কর্মকর্তারা বুধবার (৩০ আগস্ট) ভোরে টেলিভিশন মারফত জানিয়েছেন, নির্বাচন বাতিল করা হয়েছে। সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে এবং দেশের সীমানা বন্ধ করে দেওয়া হয়েছে। তারাই গ্যাবনের নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধিত্ব করছেন।

সামরিক এই ঘোষণার পর রয়টার্স ও এএফপির মতো সংবাদ সংস্থাগুলো গ্যাবনের রাজধানী লিব্রেভিলে গুলির শব্দের খবর দিয়েছে। এর আগে শনিবারের বিতর্কিত নির্বাচনে তৃতীয় মেয়াদে জয়লাভ করেন প্রেসিডেন্ট আলি বঙ্গো ওন্দিম্বা। গ্যাবোনিজ ইলেকশন সেন্টার জানিয়েছিল, সে নির্বাচনে বঙ্গো ভোট পেয়েছেন ৬৪.২৭ শতাংশ ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলবার্ট ওন্ডো ৩০.৭৭ শতাংশ।

নির্বাচনের ফলাফল ঘোষণার পরই বিরোধীরা আলি বঙ্গো ও তার সমর্থকদের দ্বারা সংঘটিত জালিয়াতি হিসেবে উল্লেখ করেছে। গ্যাবোনিজ ডেমোক্র্যাটিক পার্টির (পিডিজি) প্রার্থী ছিলেন আলি বঙ্গো। এ দলটির প্রতিষ্ঠাতা ছিলেন তার বাবা ওমর বঙ্গো। যিনি ১৯৬৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত কঠোরভাবে গ্যাবন শাসন করেছিলেন। সূত্র: আলজাজিরা