টাকা দিয়ে পুরস্কার কেনেন শাহরুখ!

Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা শাহরুখ খান। তাঁর জনপ্রিয়তাকে টেক্কা দিতে পারেননি তাঁর বহু সমকালীন তারকাও। হিট ও ফ্লপ ছবির ঊর্ধ্বে গিয়ে দর্শক ও অনুরাগীদের মনে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। শুধু অনুরাগীই নন, সমালোচকদের কাছেও তাঁর আবেদন কিছু কম নয়।

প্রায় তিন দশকের দীর্ঘ অভিনয় জীবনে কম পুরস্কার ঝুলিতে ভরেননি শাহরুখ। তবে সব পুরস্কারই কি নিজের মেধা, প্রতিভা ও যোগ্যতার ভিত্তিতে অর্জন করেছেন তিনি? নাকি তার নেপথ্যে রয়েছে মোটা অঙ্কের টাকার খেলা? প্রশ্ন তুললেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালন।

পুরস্কার কেনাবেচার পরম্পরা বলিপাড়ায় নতুন নয়। ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট নিয়ে ওয়াকিবহাল তারকারা নিজেও। সাম্প্রতিককালে তাই পুরস্কারের কৌলীন্য নিয়েও একাধিক বার প্রশ্ন উঠেছে। এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চেই শাহরুখকে এই পুরস্কার কেনাবেচা নিয়ে প্রশ্ন করে বসলেন বিদ্যা। ঘটনাচক্রে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন শাহরুখ।

শাহরুখকে বিদ্যা প্রশ্ন করেন, নিজের ক্যারিয়ারে এখনও পর্যন্ত কতগুলো পুরস্কার পেয়েছেন তিনি? শাহরুখ সেই প্রশ্নের উত্তরে জবাব দেন, ‘আমি আমার অ্যাওয়ার্ড গুনি না। তবে ১৫৫টি অ্যাওয়ার্ড আছে। ’

বিদ্যা পাল্টা প্রশ্ন করেন, ওই সব পুরস্কারের মধ্যে কতগুলো তিনি নিজের খরচে কিনেছেন? বিদ্যার এই বাঁকা প্রশ্নের জবাব দিতেও পিছপা হননি শাহরুখ। তবে বিদ্যার প্রশ্নে মেজাজও হারাননি শাহরুখ। বরং, বেশ মশকরার ছলেই একে অপরের সঙ্গে এই প্রসঙ্গে কথা বলেছেন তাঁরা।

কিং খান জবাব দেন, ‘ওই দেড়শোর মতো’ কিনেছেন। ২০১৩ সালের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানেরই এই কথোপকথন সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

‘পাঠান’-এর মতো ব্লকবাস্টার হিট ছবির মাধ্যমে বছর শুরু করেছেন শাহরুখ। এবার তাঁর ‘জওয়ান’-এর অপেক্ষায় দর্শক ও অনুরাগীরা। ‘জওয়ান’-এর মাধ্যমে প্যান-ইন্ডিয়ান ছবিতে অভিষেক হতে চলেছে শাহরুখের। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’।