স্টাফ রিপোর্টার : রাত থেকে বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে সিটি করপোরেশন এলাকার কেন্দ্রগুলোতে আজকের এইচএসসি পরীক্ষা এক ঘণ্টা পেছানো হয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। সিটি করপোরেশন এলাকায় মোট ২৭টি কেন্দ্র রয়েছে।
তিনি বলেন, ‘সকাল ১০টা থেকে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার কেন্দ্রগুলোতে পরীক্ষা এক ঘণ্টা পর শুরু হবে।’