চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরের পাঁচলাইশে পাহাড় ধসে মাটি চাপা পড়ে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। এতে একই পরিবারের আরও ২ জন আহত হয়েছেন। রোববার (২৭ আগস্ট) সকালে পাঁচলাইশ থানাধীন ষোলশহরের আই ডব্লিউ কলোনিতে এ ঘটনা ঘটে।
রাতভর ভারী বৃষ্টির কারণে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। নিহত বাবা-মেয়ে হলেন- আই ডব্লিউ কলোনির বাসিন্দা কালা মিয়ার ছেলে মো. সোহেল (৩৫) ও তার শিশু কন্যা বিবি জান্নাত।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, ‘সকাল সাড়ে ৭টায় পাহাড় ধসে গুরুতর আহত দুজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’