নড়াইল প্রতিনিধি : নড়াইলের সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ওই ইউনিয়নের কল্যাণখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কল্যাণখালী গ্রামেরই মৃত সালাম মোল্যার ছেলে মোসলেম মোল্যা (১৫)।
নড়াইল সদর থানার ওসি মো. ওবাইদুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এ সময় মোসলেম তাদের বাড়ির পাশে মাঠে গরু নিয়ে দাঁড়িয়ে ছিল। পরে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।