নেইমারের সঙ্গে চুক্তির ঘোষণা আল হিলালের

Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক : পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন। মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে আল হিলাল ও নেইমার এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

চুক্তি সম্পন্ন করে ব্রাজিলিয়ান তারকা নেইমার এক ভিডিও বার্তায় বলেছেন, ‘ইউরোপে আমি অনেক কিছু অর্জন করেছি, অনেক বিশেষ মুহূর্তের সাক্ষী হয়েছি। কিন্তু আমি বৈশ্বিক খেলোয়াড় হতে চেয়েছিলাম, নতুন চ্যালেঞ্জ নিতে চেয়েছিলাম। সৌদি প্রো লিগ দারুণ সব খেলোয়াড়দের নিয়ে সামনে এগোচ্ছে, এখানে আমি নতুন ইতিহাস লিখতে চাই।’

পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি বলেছেন, ‘নেইমার বিশ্বের অন্যতম সেরা একজন ফুটবলার। তাকে বিদায় বলা ছিল খুব কঠিন। তার প্যারিসে আসার সেই দিনটা আমি কোনদিন ভুলব না এবং তিনি ক্লাবের হয়ে যে অবদান রেখেছেন তাও।’

এ ছাড়া আল হিলাল তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা দিয়ে, একাধিক ছবি দিয়ে নেইমারের সঙ্গে চুক্তির বিষয়টি চূড়ান্ত করেছে। নেইমারের সঙ্গে আল হিলালের দুই বছরের চুক্তি হয়েছে। অর্থাৎ ২০২৫ সালের জুন পর্যন্ত প্রো লিগে খেলতে সম্মত হয়েছেন তিনি। ঐচ্ছিক কোন চুক্তির শর্ত নেই।

ফুটবল দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো দাবি করেছেন, নেইমার প্রতি মৌসুমে আল হিলাল থেকে বেতন বাবদ ১৫০ মিলিয়ন ডলার পাবেন। দুই মৌসুমে পাবেন ৩০০ মিলিয়ন। যা তাকে বিশ্বের সর্বোচ্চ বেতনভুক্ত ক্রীড়াবিদের তকমা দিচ্ছে। আল নাসর থেকে রোনালদো মৌসুমে ২১৭ মিলিয়ন ডলার আয় করলেও তার নিট বেতন ১৫০ মিলিয়নের কম।