আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ওয়াহাব রিয়াজ

Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন পাকিস্তানের ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ। দেশের হয়ে ১৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন।

গত জানুয়ারিতে পাঞ্জাব প্রদেশের ভারপ্রাপ্ত ক্রীড়ামন্ত্রী হন ওয়াহাব। ২৭ টেস্ট, ৯১ ওয়ানডে ও ৩৬ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। শেষবার জাতীয় দলের জার্সি পরেন ২০২০ সালে। টেস্টে ৩৪.৫০ গড়ে ৮৩ উইকেট নেন এই পেসার। ওয়ানডেতে তার শিকার ১২০ উইকেট এবং টি-টোয়েন্টিতে ৩৪টি। সম্প্রতি সবশেষ পিএসএলে খেলেছেন পেশাওয়ার জালমির হয়ে।

টুইটারে ওয়াহাব লিখেছেন, ‘আন্তর্জাতিক পিচ থেকে সরে দাঁড়াচ্ছি। অবিশ্বাস্য একটি সফল শেষে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। পিসিবি, আমার পরিবার, কোচ, মেন্টর, সতীর্থ, ভক্ত এবং আমাকে সমর্থন করা প্রত্যেককে বড় ধন্যবাদ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বিশ্বে রোমাঞ্চকর সময় আসছে।’