ভারতে ভারী বৃষ্টি-ভূমিধসে ২১ জনের প্রাণহানি

Print Friendly, PDF & Email

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হিমাচল প্রদেশে ভারী বৃষ্টি ও বন্যায় আলাদা ঘটনায় অন্তত ২১ জন প্রান হারিয়েছেন। এর মধ্যে শিব মন্দিরে ভূমিধসে মারা গেছেন ৯ জন। এ ঘটনায় শোক জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। আহত ও নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

রোববার (১২ আগস্ট) রাতে সোলান জেলায় বজ্রাঘাতে ৭ জন মারা যান। অন্যটিকে শিমলা শহরের পাহাড়ি এলাকায় একটি শিব মন্দিরে ভূমিধসে নয়জন মারা গেছেন। সিমলার উপ কমিশনার আদিত্য নেগি পিটিআইকে জানিয়েছেন, আলাদা ভূমিধসে ১৫ থেকে ২০ জন চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সোলানের কান্দাঘাট উপজেলার মামলিঘ গ্রামের ২টি বাড়ি ও ১টি গোয়ালঘর পানিতে ভেসে গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এএনআই। একই গ্রাম থেকে ৬ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

গত ২৪ জুন হিমাচল প্রদেশে এবার বর্ষাকাল শুরু হয়েছিল। এই বর্ষায় বন্যা, ভূমিধস ও বজ্রাঘাতে ২৫৭ জনের মৃত্যু হয়েছে।

সূত্র: এনডিটিভি