বাগানে পড়েছিল তরুণ-তরুণীর মরদেহ

Print Friendly, PDF & Email

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলার একটি বাগান থেকে আরিফ হোসেন (২০) ও জনি আক্তার (১৭) নামে এক তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ আগস্ট) সকালে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলসী রামপুর এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আরিফ হোসেন তুলসী রামপুর গ্রামের আব্দুল করিমের ছেলে এবং জনি আক্তার একই গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে তুলসী রামপুর গ্রামের একটি বাগানে দুজনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এরপর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে। উদ্ধারের সময় তাদের পাশে পড়া থাকা গ্যাস ট্যাবলেট এবং পানির বোতল উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস ট্যাবলেট খাওয়ার জন্য তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।

ওসি আরও জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।