নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর এলাকায় একটি বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৬ জন আহতে হয়েছে যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১২ আগস্ট) দিবাগত রাতে হোসাইনি নগর এলাকার আসলাম নামে এক ব্যক্তির বহুতল ভবনের পঞ্চম তলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতরা হলেন- ওই এলাকার সবুজ খন্দকার, কারখানার শ্রমিক রানা মিয়া, তার স্ত্রী বীথি আক্তার, তাদের এক শিশু এবং আবু কালাম নামে একজন। বাকি একজনের নামপরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, রাতে পাঁচতলার একটি ফ্ল্যাট থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় ওই ফ্ল্যাটের ভেতরে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন গিয়ে দগ্ধ ও আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে যান। এরপর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ বলেন, বিস্ফোরণে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে বিস্ফোরণের সূত্রপাত বিষয়ে বলা যাচ্ছে না।