ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ১৬ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

Print Friendly, PDF & Email

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আফ্রিকায় জাহাজ ডুবে অন্তত ১৬ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এটি তিউনিসিয়া ও পশ্চিম সাহারার উপকূলের কাছাকাছি ডুবে যায়। তাদের গন্তব্য ছিল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশ করা।

উন্নত জীবনের আশায় ইউরোপে প্রবেশে সম্প্রতি অভিবাসী ও শরণার্থীরা তিউনিসিয়াকে একটি অন্যতম পথ হিসেবে বেছে নিয়েছে। খুব অল্প সংখ্যক মানুষ গন্তব্য পৌঁছাচ্ছে। বেশিরভাগই আটক হচ্ছে, অনেকে জাহাজ বা নৌকাসহ ডুবে মারা যাচ্ছেন।

তিউনিসিয়ায় (৬ আগস্ট) রোববারের দুর্ঘটনায় ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই দিন সন্ধ্যায় ৭ জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছেন তিউনিসিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর স্ফ্যাক্সের আদালতের মুখপাত্র ফাওজি মাসমুদি।

নৌ যানটিতে ৫৭ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন, যাদের ২ জনকে জীবিত উদ্ধার করা গেছে। এদের সবাই সাব-সাহারা আফ্রিকার বাসিন্দা বলে জানান ফাওজি মাসমুদি। নিখোঁজদের সন্ধানে এখনও উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। তবে জীবিত পাওয়ার সম্ভাবনা নেই।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর পরিসংখ্যান জানা গেছে, ২০১৪ থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের যাওয়ার চেষ্টায় এ পর্যন্ত ২০ হাজারের বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। তিউনসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৯০১ জনের মরদেহ উদ্ধার করেছে তারা। ভূমধ্যসাগরে হয়ে ইউরোপ যাওয়ার পথে এ বছর ১৮শ’ জনের মৃত্যু হয়েছে।

সূত্র: আল জাজিরা