রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার : রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইল মসজিদ বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মো. জুম্মন মিয়া (৩২) নামে বাসের এক হেলপার নিহত হয়েছে। এই ঘটনায় আকাশ (২৫) ও সুমন নামে ২ জন আহত হয়েছেন। বুধবার (২১ জুন) রাত পৌনে এগারোটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত বারোটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় বোন নাসিরন বেগম জানান, আমার ভাই একটি যাত্রীবাহী একটি বাসের সহকারী ছিল। আজ রাত পৌনে ১১ টার দিকে মাতুয়াইল মসজিদ বাজারের মেইন রোড এলাকার একটি ব্রিজের রেলিংয়ে কয়েক বন্ধু বসে আড্ডা দিচ্ছিল। এমন সময় একটি মোটরসাইকেল দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে বসে থাকা সবাইকে ধাক্কা দিলে জুম্মনসহ তিনজন আহত হয়। এতে জুম্মন গুরুতর আহত হয়। পরে রক্তাক্ত অবস্থায় জুম্মনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, যাত্রাবাড়ী মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকার মো. নাসু মিয়ার সন্তান তারা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।এ ই ঘটনায় মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে, চালক পালিয়েছে।