জার্মানিতে একাধিক স্বর্ণ জয় বাংলাদেশের

Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক : বার্লিনের বিশ্ব স্পেশাল অলিম্পিক গেমসে সাফল্য পেতে শুরু করেছে বাংলাদেশের বিশেষ চাহিদাসম্পন্ন অ্যাথলেটরা। ২০০ মিটার দৌড়ে স্প্রিন্টার বিপ্লব জিতে নেন স্বর্ণ। একই লেভেলের ডিভিশনে রৌপ্য পদক পান তানজুম। বোচে ইভেন্টেও এসেছে স্বর্ণের পদক। এমও টু এবং এম টুয়েন্টি ওয়ান টিমের মোহাম্মদ নাইম ইসলাম ও তৌহিদ ইমাম তামিমও স্বর্ণ উপহার দেন।

গেমসের অন্যান্য ইভেন্টও এসেছে জয়। হ্যান্ডবলে নারীদের প্রথম ম্যাচে স্বাগতিক জার্মানিকে ১৫-১১ পয়েন্টে হারায় বাংলাদেশ। আর পুরুষ দল নিজেদের প্রথম রাউন্ডের ম্যাচে ভারতকে ১৯-১১ পয়েন্টের সরাসরি সেটে হারায়।

ভারতের বিপক্ষে জয় দিয়ে শুরু হয় ভলিবল মিশ্র ইভেন্টও। সরাসরি সেটে বাংলাদেশ হারিয়ে দেয় ভারতকে। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ ভারতকে স্কোর করতে দেয়নি বাংলাদেশ দল। তবে হেরেছে মেয়েদের বাস্কেটবল টিম। মেসিডোনিয়ার বিপক্ষে দারুণ ম্যাচ উপহার দিলেও ১১-৮ ব্যবধানে হেরে যেতে হয়। তাতে কিছুটা মন খারাপ হলেও পরের ম্যাচগুলো জিততে প্রত্যয়ী গোটা দল।

বাংলাদেশ দলের কর্মকর্তা ও কোচদের আশা, সবগুলো ম্যাচে ভাল ফলাফলের পাশাপাশি বিশ্ব স্পেশাল অলিম্পিকের মতো বড় আসরে দেশের সুনাম অক্ষুন্ন রাখা।