স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৫ হাজার ২৬৯ কোটি টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) দুপুরে গুলশান-২ নগর ভবনের হলরুমে দ্বিতীয় পরিষদের ২২তম করপোরেশন সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়। একই সভায় ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয়। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।
এতে তিনি বলেন, সভায় সর্বসম্মতভাবে এ বাজেট অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এসময় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
ডিএনসিসির ২০২২-২৩ অর্থবছরের বাজেট ছিল ৫ হাজার ৪৮ কোটি টাকা।