বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় সাপের কামড়ে শাহারা খাতুন (১১) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জুন) ভোর ৫টার দিকে যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মারা যায় সে। মারা যাওয়া শাহারা খাতুন উপজেলার গোড়পাড়া গ্রামের নাসির উদ্দীন (টিপুর) মেয়ে। সে গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
শাহারার বাবা নাসির উদ্দীন বলেন, গত সোমবার দিবাগত রাতে শাহারা ঘরে ঘুমিয়ে পড়ে। রাত ২টার দিকে হঠাৎ সে তার দাদিকে বলে তাকে কিছুতে কামড়িয়েছে। তখন তিনি ঘর থেকে বের হয়ে লাইট জ্বালিয়ে দেখতে পান ফ্রিজের পাশে একটি সাপ রয়েছে। সাপটিকে মেরে শাহারার চিকিৎসার জন্য দ্রুত কবিরাজকে ঢেকে আনা হয়। কিন্তু শাহারার অবস্থা অবনতি হলে কবিরাজ তাকে হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে যশোর জেনারেল হাসপাতালে নিলে সকাল সাড়ে ১১টার দিকে শাহারা মারা যায়।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. তারেক শামস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।