উগান্ডায় স্কুলে সশস্ত্র হামলা, নিহত ২৫

Print Friendly, PDF & Email

আন্তর্জাতিক ডেস্ক : উগান্ডায় একটি বিদ্যালয়ে হামলা চালিয়ে ইসলামিক স্টেটের সঙ্গে জড়িত বিদ্রোহীরা অন্তত ২৫ জনকে হত্যা করেছে। ভয়াবহ এ হামলায় আটজনের অবস্থা আশঙ্কাজনক। মোপোন্ডোয়ের লুবিরিহা সেকেন্ডারি স্কুলে ভয়াবহ এই হামলা চালানো হয়।

পুলিশ জানায়, শুক্রবার (১৬ জুন) কঙ্গো প্রজাতন্ত্র থেকে পরিচালিত উগান্ডার অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) এই হামলা চালিয়েছে। হামলাকারীদের কেউ কেউ কঙ্গোর ভিরুনগা ন্যাশনাল পার্কের দিকে গেছে। তাদেরকে সৈন্যরা ধরার চেষ্টা করছে বলে জানায় পুলিশ।

পুলিশের মুখপাত্র ফেড এনাগা বলেন, এ পর্যন্ত বিদ্যালয়টি থেকে ২৫ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবারের ভয়াবহ হামলায় বিদ্যালয়ের একটি ছাত্রাবাস সম্পূর্ণ পুড়িয়ে দেয়া হয়েছে। এ সময় একটি খাদ্য গুদাম লুট করা হয়।

কঙ্গোর সঙ্গে উগান্ডার সীমানার মাত্র দুই কিলোমিটারের মধ্যে আক্রান্ত বিদ্যালয়টি অবস্থিত। উগান্ডার কোনো বিদ্যালয়ে এটিই প্রথম হামলা। এডিএফ এর বিদ্রোহীরা বিগত দুই দশক ধরে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সূত্র: বিবিসি